শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৩

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫
১০:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত এক শিশু নিহত হয়েছে এবং শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে টেকনাফ মৌচনী ২৬নং ক্যাম্পের জি-২ ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় এবং ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে এবং দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ক্যাম্পে প্রায় শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।