শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

হতদরিদ্র নারীদের বাছুর না দিয়ে ফটোসেশন, টাকার অপচয় ও প্রতারণার অভিযোগ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫
১০:৩৫ পূর্বাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার এলাকায় মানবসেবা উন্নয়ন সংস্থা এনজিও প্রকল্পের আওতায় হতদরিদ্র নারীদের উন্নতজাতের গাভীর বাছুর বিতরণের কথা বলে প্রতারণা চালানোর অভিযোগ উঠেছে।

এনজিওটির নির্বাহী পরিচালক এম এস আলম বাবলুর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রশিক্ষণের নামে ওই নারীদের ডেকে এনে শুধু বাছুর হাতে ধরিয়ে ফটোসেশন করেন, এরপর তাদের খিচুড়ি ও ডিম খাইয়ে বিদায় করেন। প্রকল্পে ৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও ওই নারীদের গাভীর বাছুর প্রদান করা হয়নি। এমনকি, বাছুরগুলো খামারে ফিরিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। দুই সপ্তাহেও বাছুর না পাওয়ায় হতাশ ওই নারীরা এখন অভিযোগ করেছেন, প্রকল্পের পুরো টাকা আত্মসাতের চেষ্টা করা হচ্ছে।

এনজিওর নির্বাহী পরিচালক এম এস আলম বাবলু যদিও দাবি করেছেন, ১০ জন দুস্থ নারীকে গাভীর বাছুর দেওয়া হয়েছে এবং বাকিদের পরের প্রকল্পে প্রদান করা হবে। তবে, অভিযোগকারীরা বলছেন, তারা গাভীর বাছুর না পাওয়ার পাশাপাশি প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের তদন্ত করা হবে এবং যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।