বর্তমানে শীতকালীন সবজির ভরা মৌসুম হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে সবজির দাম কমেছে। ক্রেতারা আগের তুলনায় তুলনামূলক কম দামে সবজি কিনতে পেরে খুশি হলেও কিছু সবজির দাম এখনও বেশী, কারণ সেগুলোর মৌসুম শুরু হয়নি।
এ সময়ের বাজারে বেশিরভাগ সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও বরবটি ও করলার মতো কিছু সবজির দাম ৮০ টাকা কেজি পৌঁছেছে। অন্যদিকে, লম্বা বেগুন ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, পেঁয়াজ ১০ টাকা মুঠো, টমেটো ৫০ টাকা কেজি, শসা ৪০ টাকা কেজি এবং শালগম, মূলা, মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারের পরিস্থিতি জানিয়ে মগবাজারের এক সবজি বিক্রেতা বলেন, বর্তমানে সবজির সরবরাহ অনেক বেশি, যার ফলে দাম কমছে। তবে শীত কমে গেলে সবজির সরবরাহ কমবে এবং দাম বাড়তে পারে।
সবজি বিক্রেতারা আরও জানান, কিছু নির্দিষ্ট সবজির দাম তুলনামূলক বেশি, কারণ তাদের মৌসুম এখনও শুরু হয়নি এবং সরবরাহ কম রয়েছে।