বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

হাজারীবাগে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন: তিন ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫
৭:১২ অপরাহ্ণ

রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান না থাকায় বড় দুর্ঘটনার ঝুঁকি ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

শুক্রবার (১৭ জানুয়ারি) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সরু রাস্তা, পানির সংকট, এবং দাহ্য পদার্থের উপস্থিতি আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি করেছে। ভবনটি পুরাতন ও অগোছালো হওয়ায় ফায়ার সার্ভিস তাদের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারেনি।

তাজুল ইসলাম বলেন, ভবনটিতে প্লাস্টিক, লেদারসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। পাঁচ, ছয়, এবং সাত তলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন নেভানোর ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান না থাকা সত্ত্বেও আগুনের ঝুঁকি থাকা অবস্থায় ফায়ার সার্ভিসের নোটিশগুলো উপেক্ষা করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, শর্ট সার্কিট বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তিনি উল্লেখ করেন, ভবনটির অবস্থান জনবহুল এলাকায় হওয়ায় আগুন আরও বেশি ছড়িয়ে পড়লে ভয়াবহ ক্ষতি হতে পারত।

সরকারি আইন অনুযায়ী প্রতিটি ভবনে ফায়ার সেফটি থাকা বাধ্যতামূলক হলেও এখানে সেটি না থাকায় ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।