বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আজহারীর ওয়াজ শুনতে একদিন আগে থেকেই শ্রোতাদের রাত্রি যাপন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫
১১:৪৯ পূর্বাহ্ণ

লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল। মাহফিলের প্রস্তুতি নিয়ে শুক্রবার দিবাগত রাত থেকেই হাজার হাজার মুসল্লি ও ভক্ত মাঠে পৌঁছে, কম্বল ও চাদর নিয়ে রাতভর অবস্থান করেছেন। কনকনে শীতে তারা মাঠে রাতযাপন করেন। বর্তমানে প্রায় ২ লাখ মানুষ মাঠে উপস্থিত হয়ে মাহফিলের জন্য অপেক্ষা করছে।

প্রধান আয়োজক ও মাহফিলের সভাপতি আব্দুল হাকিম জানান, অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক আনসার, পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা মাঠে টহল দিচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, লালমনিরহাটে কোন ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

জানা গেছে, আজহারী লালমনিরহাট পৌঁছানোর পর শনিবার জোহরের নামাজের পর বয়ান শুরু করবেন এবং সন্ধ্যার আগেই মাহফিল শেষ করবেন। মাহফিলটি ইসলামিক সোসাইটি লালমনিরহাটের ব্যানারে আয়োজিত হচ্ছে। আয়োজকরা মানুষের সমাগম বিবেচনায় করে দর্শকদের জন্য চারটি মাঠ প্রস্তুত করেছে। প্রধান মঞ্চ সোহরাওয়ার্দী মাঠে, অন্য মাঠগুলো হলো কালেক্টরেট, সিপি স্কুল মাঠ এবং নারীদের জন্য জেলা স্টেডিয়াম মাঠ। এলইডি স্ক্রিনের মাধ্যমে অন্যান্য মাঠে আজহারীর বয়ান প্রচার করা হবে।

মাহফিলের সফল আয়োজনে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছে।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র‍্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় ৫ হাজার মানুষ মাঠে কাজ করবেন।