অধ্যাপক রেহমান সোবহান শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় বিশেষ কমিশন গঠনের তাগিদ দিয়েছেন। তিনি বলেন, অতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের প্রধান কারণ। তিনি উল্লেখ করেন যে, আইনের যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং এ ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন।
অধ্যাপক সোবহান বলেন, বাজার অর্থনীতি পরিবেশের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি জমির মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে, যার ফলে নদ-নদী, জলাভূমি এবং বনভূমি দখল করে আবাসন নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি কালোটাকার প্রভাবও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী।
তিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার ইতিবাচক উদ্যোগের প্রশংসা করলেও বলেন, পরিবেশ সুরক্ষায় বিশেষ কমিটি বা কমিশন গঠন এখনো হয়নি, এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এছাড়া, পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের নাগরিকদের আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, যদিও নাগরিকদের মধ্যে সচেতনতা রয়েছে, তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আন্দোলন করছেন, ফলে দেশের আধুনিক পরিবেশ আইনগুলো কার্যকর হচ্ছে না। এজন্য তিনি সবাইকে এক মঞ্চে আনতে এবং সরকারকে চাপ সৃষ্টি করতে আহ্বান জানান।
অতীতে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশের জ্বালানি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তবে বাস্তবে তা কার্যকর হয়নি এবং ওই অঞ্চলের মানুষের জন্য তা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি পরিবেশ ধ্বংসকারী প্রকল্পগুলো থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।