বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঝিনাইদহে দু‘পক্ষের সংঘর্ষ- আহত ১০

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫
৩:৪২ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহাবুর মোল্লা ও রাজা মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে সাহাবুর মোল্লা ও ফুয়াদ বিশ্বাসের সমর্থক খেজমত আলী ও তার ছেলে নবাবকে গ্রামের মাঠে মারধর করে রাজা বিশ্বাসের লোকজন।

তারই জের ধরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকায় উত্তেজনা বিরাজ চলছে। পরবর্তীতে যেন সংঘর্ষ না ঘটে তার কারনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।