বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

রুশ হ্যাকারদের নতুন কৌশল ‘কুইসিং’–এ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঝুঁকি

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১০:৪০ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী সরকারি মন্ত্রী ও কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে নতুন কৌশল ‘কুইসিং’ ব্যবহার করছে রুশ হ্যাকাররা। সম্প্রতি হ্যাকাররা ই-মেইলের মাধ্যমে ভুয়া আমন্ত্রণ পাঠিয়ে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে প্রলুব্ধ করছে। এই পদ্ধতিতে হ্যাকাররা কিউআর কোড ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করে এবং সংবেদনশীল ডেটা হাতিয়ে নিচ্ছে।

মাইক্রোসফটের ব্লগপোস্ট অনুযায়ী, হ্যাকাররা নিজেদের মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে একটি ভুয়া ই-মেইল পাঠায়, যাতে একটি কিউআর কোড থাকে। এই কোড স্ক্যান করলে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তবে এটি আসলে একটি ফাঁদ। কোডটি ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ ওয়েব বা অন্য ডিভাইসে সংযুক্ত করে দেয়, যার মাধ্যমে হ্যাকাররা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।

এই হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার ‘স্টার ব্লিজার্ড’ হ্যাকার গ্রুপ রয়েছে, যা যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। ২০২৩ সালে এই গ্রুপটি যুক্তরাজ্যের সংসদ সদস্য, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছিল।

মাইক্রোসফট জানায়, কুইসিং কৌশলের মাধ্যমে হ্যাকাররা আবারও সক্রিয় হতে পারে, যদিও নভেম্বরের পর তাদের আক্রমণ কমে এসেছে। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সন্দেহজনক ই-মেইল এবং কিউআর কোডের প্রতি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে সংযুক্ত করতে হলে শুধুমাত্র অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে এবং তৃতীয় পক্ষের লিংক বা কিউআর কোডে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।