বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মার্কিন টিকটক ইউজাররা এখন রেডনোট অ্যাপে ঝুঁকছে

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১০:৪২ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা বর্তমানে রেডনোট নামক চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন, যা অ্যাপল অ্যাপ স্টোরে এখন সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর মধ্যে একটি। এই অ্যাপটির ইউজাররা নিজেদের ‘টিকটক রিফিউজি’ বলে পরিচয় দিচ্ছেন। মূলত চীন, তাইওয়ান ও অন্যান্য ম্যান্ডারিন-ভাষী দেশগুলোতে জনপ্রিয় এই অ্যাপটি টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রায় ৩০ কোটি মাসিক ব্যবহারকারী রয়েছে। রেডনোটের মাধ্যমে শহরকেন্দ্রিক তরুণরা প্রেম, ফ্যাশনসহ নানা বিষয়ে পরামর্শ আদান-প্রদান করে থাকে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটকের বিরুদ্ধে একটি মামলা চলছে, যেখানে টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার বা প্ল্যাটফর্মটি বিক্রি করার দাবি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে নতুন ইউজারদের স্বাগত জানিয়েছে রেডনোট, যেখানে ‘টিকটক রিফিউজিরা’ অ্যাপটি ব্যবহার শুরু করেছে। ৬৩ হাজারেরও বেশি পোস্টের মাধ্যমে নতুন ব্যবহারকারীদের শেখানো হচ্ছে রেডনোট কীভাবে ব্যবহার করতে হয় এবং চীনা বাক্যাংশের ব্যবহার কীভাবে করতে হবে।

তবে, রেডনোটের ক্ষেত্রেও ‘কণ্ঠস্বর রোধ’ বা সেন্সরশিপের অভিযোগ উঠেছে, বিশেষ করে চীনা সরকারের সমালোচনা করা হলে। এর ফলে, তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের জন্য রেডনোট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, রেডনোটের চীনা নাম ‘শিয়াওহংশু’ বা ‘লিটল রেড বুক’ যার সঙ্গে মাও সে তুং-এর বিখ্যাত বইয়ের নাম সম্পর্কিত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে, নতুন ইউজাররা নিজেদের মতামত প্রকাশ করে বলেছেন, রেডনোট তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মুক্ত করেছে, যেখানে তারা চীনা সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারছেন। সিডনি ক্রাওলি নামের এক ইউজার বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তিনি রেডনোটে ৬ হাজার ফলোয়ার পেয়ে গেছেন এবং নতুন সংযোগ, বন্ধুত্ব এবং সুযোগের খোঁজে রয়েছেন।