আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস অপশন সম্পর্কে সতর্ক করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞ চিপ হ্যালেট। তিনি বলেছেন, আইফোনের সাফারি ব্রাউজারের ‘প্রাইভেসি প্রিজার্ভিং অ্যাড মেজারমেন্ট’ অপশনটি বন্ধ রাখলে ব্যবহারকারীর অনলাইন ইতিহাস তৃতীয় পক্ষের কাছে পাঠানো হবে না। এই অপশনটি বন্ধ করতে সাফারি অপশনে গিয়ে ‘অ্যাডভান্সড’ অপশন থেকে এটি বন্ধ করা প্রয়োজন।
দ্বিতীয় সতর্কতা হচ্ছে ট্র্যাকিং অপশন। এই অপশনটি চালু থাকলে, বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন প্রদর্শন করে। সেটিংস থেকে ‘অ্যালাউ অ্যাপস টু ট্র্যাক’ অপশনটি বন্ধ করে রাখা উচিত।
শেষে, অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং সিরির সেটিংস নিয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রযুক্তি বিভিন্ন অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে। তাই, অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি মেনুতে গিয়ে ‘লার্ন ফ্রম দিস অ্যাপ’, ‘সাজেস্ট অ্যাপ’, এবং ‘সাজেস্ট নোটিফিকেশন’ অপশনগুলি বন্ধ করে রাখা উচিত।