বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মানুষের হক এবং সৌজন্য সম্পর্কের গুরুত্ব

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১১:০২ পূর্বাহ্ণ

প্রতিটি মুসলমানের জীবনে আল্লাহর হক পালন করার পাশাপাশি মানুষের হকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, প্রতিবেশী এবং সকল মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা আল্লাহর নির্দেশ। কেবল নিকটবর্তী আত্মীয় বা প্রতিবেশীদেরই নয়, দূরের পরিচিতদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করা উচিত। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে দূরের মানুষদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখা অনেক সহজ হয়ে গেছে। এই ছোট যোগাযোগের মাধ্যমও বড় পুণ্যের কাজ হিসেবে গণ্য হয়।

রাসুলুল্লাহ (সা.)-এর এক হাদিসে বলা হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, “এক ব্যক্তি তার এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে অন্য এক জনপদে গেল। আল্লাহ তায়ালা তার জন্য পথিমধ্যে একজন ফেরেশতা মোতায়েন করেন। যখন সে ফেরেশতার কাছে পৌঁছায়, ফেরেশতা তাকে প্রশ্ন করেন, তুমি কোথায় যাচ্ছ? সে উত্তর দেয়, আমি আমার এক ভাইকে দেখার জন্য যাচ্ছি। ফেরেশতা তখন বলেন, তার ওপর তোমার কোনো অনুগ্রহ আছে, যা তুমি আরও বৃদ্ধি করতে চাও? সে বলেন, না, আমি তো আল্লাহর জন্য তাকে ভালোবাসি। তখন ফেরেশতা বলেন, ‘আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এ পয়গাম দিতে এসেছি যে, আল্লাহ তোমাকেও ভালোবাসেন, যেমন তুমি তোমার ভাইকে তাঁর জন্য ভালোবাসো।’” (মুসলিম : ২৫৬৭)

এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে, আল্লাহর জন্য মানুষের প্রতি ভালোবাসা এবং সৌজন্য সম্পর্ক রাখা এমন একটি আমল, যা আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনে সহায়তা করে। তাই, প্রতিদিনই আমাদের উচিত মানুষের সঙ্গে ভাল ব্যবহারে মেশা এবং তাদের হকের প্রতি যত্নবান হওয়া।