বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন সুবিধা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
২:২৬ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও বার্তা পাঠানোর পাশাপাশি স্ট্যাটাসও দেওয়া যায়।

ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। শুধু তাই নয় স্ট্যাটাস কোন কোন ব্যক্তি দেখতে পারবেন তা নির্ধারণের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করেন।

তাই নতুন করে এবার স্ট্যাটাস অপশনে পছন্দের গান যুক্তের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এ সুবিধা ব্যবহার করতে পারছেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউএবেটাইনফো জানিয়েছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পছন্দের গান যুক্তের জন্য ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি করেছে মেটা।

যার ফলে ব্যবহারকারীরা সহজেই হোয়াটসঅ্যাপের মিউজিক ক্যাটালগ থেকে নিজেদের পছন্দের গান নির্বাচন করে স্ট্যাটাসে যুক্ত করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পছন্দের গান যুক্তের সুবিধাটি বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৫.২.৫ এবং আইওএস ২৫.১.১০.৭৩ সংস্করণে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে এই সুবিধা যোগ হলে ব্যবহারকারীরা স্ট্যাটাসকে আরও বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার পাশাপাশি নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারবেন।