বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মা হত্যার দায়ে মেয়ে ববির ১০ বছরের আটকাদেশ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৩, ২০২৫
৩:০৬ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে (১৬) দশ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি এলাকার নজরুল ইসলামের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ নুসরাত জেরিন ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা সেলিনা বেগমের কাছে চাপ দেয়। পরদিন ২২ মার্চ মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানানোর একপর্যায়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ববি ব্লেড দিয়ে তার মায়ের গলায় আঘাত করে, এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরদিন নিহতের ভাই সুলতান আহমেদ বাদী হয়ে ভাগ্নি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নাটোর জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, আদালত মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১০ বছরের আটকাদেশ দিয়েছেন। তবে আসামি পলাতক থাকায় অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।