রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এডিবির সহায়তায় বাংলাদেশে প্রথম অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৭, ২০২৫
৯:০৮ অপরাহ্ণ

বাংলাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সংস্থাটি।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পিপিপি বিভাগের কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে পিপিপি বিভাগের পরিচালক (অর্থ ও প্রশাসন) এ কে এম আবুল কালাম আজাদ, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, পোস্ট ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ সালেহউদ্দিন এবং এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওংসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এডিবি জানায়, চট্টগ্রাম জেলার নিকটবর্তী বিটিসিএলের একটি মালিকানাধীন স্থানে নির্মিত হতে যাওয়া এই ডেটা সেন্টারটি আন্তর্জাতিক মান অনুসারে ডিজাইন করা হবে। এটি পাবলিক এবং প্রাইভেট সেক্টরের জন্য বাণিজ্যিক ডেটা সংরক্ষণ সেবা প্রদান করবে এবং বিটিসিএলের অভ্যন্তরীণ ডেটা সংরক্ষণ চাহিদা পূরণ করবে। সর্বোচ্চ কার্যক্ষমতা এবং ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য এটি সম্প্রসারণযোগ্য কাঠামোতে নির্মাণ করা হবে।

এডিবির সহায়তা প্রক্রিয়ার মধ্যে থাকবে লেনদেন উপদেষ্টা সেবা, যার মাধ্যমে প্রকল্পটির সম্ভাব্যতা মূল্যায়ন, কাঠামো নির্ধারণ এবং আইটি খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে।

এই প্রকল্পটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।