রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দেশেই আনা হচ্ছে ফেসবুক ও গুগলের সার্ভার

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১, ২০২৫
৮:১৬ পূর্বাহ্ণ

 

দেশে ফেসবুক ও গুগলের সার্ভার আনার পরিকল্পনা নিয়েছে সরকার, যা ইন্টারনেট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছেন আইসিটি ও টেলিকম বিভাগের নীতি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের কনফারেন্স হলে অনুষ্ঠিত ১৯তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের আলোচনায় তিনি বলেন, বর্তমানে দেশে কোনও সিডিএন (কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক) সার্ভার বা ডিপ প্যাকেট ইন্সপেকশন সার্ভার নেই, যা ইন্টারনেটের সার্বভৌমত্ব নিশ্চিত করতে সহায়ক নয়। তাই ফেসবুক ও গুগলের সার্ভার দেশে আনার মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থাপনায় পরিবর্তন আনার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিলুর রহমান বলেন, ‘ইন্টারনেট এখন মৌলিক মানবাধিকার। এটি বন্ধ না করে সুরক্ষা ও গাইডলাইন বাড়ানো জরুরি।’

বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) চেয়ারম্যান আমিনুল হাকিম বলেন, ‘ইন্টারনেট কোনও প্রযুক্তি নয়, এটি আমাদের ডিজিটাল অধিকার। তাই কোনও সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে বিষয়ে নিশ্চিত করতে হবে।’

ফেসবুক ও গুগলের সার্ভার দেশে এলে ইন্টারনেট সেবা আরও দ্রুত ও নিরাপদ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।