বিশ্বজুড়ে নারী নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে, বিশেষ করে ভারতে নারীদের যৌন হেনস্তার মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। ঘরে-বাইরে সব জায়গাতেই নারীদের নিরাপত্তাহীনতার শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নারী সুরক্ষায় এক অভিনব স্মার্ট জুতা আবিষ্কার করেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী, যা এসএমএস ও লোকেশন ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে দ্রুত সহায়তা নিশ্চিত করবে।
পশ্চিমবঙ্গের শান্তিপুরের এম এন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ঋত্বিক সাহা মাত্র ৩ হাজার টাকা খরচ করে ১০ দিনের মধ্যেই এই স্মার্ট জুতা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও চ্যাটজিপিটির সাহায্যে সে এই উদ্ভাবন সম্পন্ন করেছে, যেখানে তাকে সহায়তা করেছে তার বন্ধুরাও।
এই স্মার্ট জুতার অন্যতম বিশেষত্ব হলো এতে ইলেকট্রিক শক প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা আক্রমণের শিকার নারীকে তাৎক্ষণিক আত্মরক্ষার সুযোগ দেবে। কোনো নারী যদি রাস্তায় আক্রান্ত হন, তাহলে জুতার সেন্সর স্বয়ংক্রিয়ভাবে তার পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠাবে এবং জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে লাইভ লোকেশন জানাবে। ফলে দ্রুত পুলিশ বা স্বজনরা সহায়তা করতে পারবে।
ঋত্বিকের এই উদ্ভাবন এখন শান্তিপুরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তার স্কুলের শিক্ষকরা ও পরিবারের সদস্যরা তার সাফল্যে মুগ্ধ ও গর্বিত। ভবিষ্যতে আরও নতুন কিছু উদ্ভাবনের স্বপ্ন দেখছে এই ক্ষুদে বিজ্ঞানী।