নাজমুল হাসান, ফ্রেশ নিউজ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক স্কুলছাত্রী। প্রেমিক বিয়ে না করলেও ওই বাড়ি ছেড়ে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামের মো. হাশেম আকন্দের ছেলে রিপন আকন্দ (২৫) কাজিপুরা গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। রবিবার (২ ফেব্রুয়ারি) প্রেমিক রিপন আকন্দ তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কিছু সময় কাটান। পরে তার মা ডাক দিলে মেয়েটি বের হয়ে আসে, আর তখন থেকেই রিপন আকন্দ পালিয়ে যান।
স্কুলছাত্রী জানান, রিপন আকন্দ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই বিশ্বাসে তিনি তার সঙ্গে সম্পর্ক রেখেছেন। এখন তিনি বিয়ে ছাড়া কোনোভাবেই ওই বাড়ি ছাড়বেন না।
এ বিষয়ে রিপনের মা জানান, মেয়েটি গতকাল থেকে তাদের বাড়িতে অবস্থান করছে, তবে তার ছেলে কোথায় রয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। রিপনের বাবা ঢাকায় কর্মরত আছেন, তিনি ফিরে আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, রিপনের খালাতো ভাই মো. আনোয়ার হোসেন বলেন, স্কুলছাত্রী নিজে এসে তাদের বাড়িতে উঠেছেন। তাকে বুঝিয়ে চলে যেতে বলা হলেও সে রাজি হয়নি। এখন পর্যন্ত রিপনের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য ফরহাদুল হক হ্যাপি বলেন, রাত ১টার দিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে মেয়েটিকে ছেলের ঘরে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মেয়েটির ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করে সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু সমাধানে পৌঁছানো হবে।