মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে ভদ্রঘাট ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫
৫:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস।

কামারখন্দ উপজেলা কৃষকদলের সভাপতি ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহী আল রেজা লাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মতিউর রহমান মতি, কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, কামারখন্দ থানা ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলাম, কামারখন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক হায়দার আলী।

বক্তারা বলেন, কৃষকদল দীর্ঘদিন ধরে কৃষকদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে কাজ করে আসছে। বর্তমান সময়ের কৃষকদের নানা সংকট ও সমস্যার বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া, কৃষকদের সংগঠিত করে তাদের স্বার্থ রক্ষায় কৃষকদলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। বক্তারা কৃষকদের উন্নয়নে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

উক্ত সমাবেশে ভদ্রঘাট ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা উপলক্ষে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন নিজেদের প্রার্থীতা ঘোষণা করেন।