মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার বিরোধিতায় উত্তাল আন্দোলন

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৫
৬:১৮ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটা ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে পূর্বের ন্যায় কোটা বহালের দাবিতে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে, অন্যদিকে শিক্ষার্থীরা এই কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে আন্দোলন করছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করলে শিক্ষার্থীরাও পাল্টা আন্দোলনে নামে। তারা বটতলা থেকে মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের দাবি, দেশে কোটা সংস্কারের জন্য গণআন্দোলন হয়েছে, অথচ বিশ্ববিদ্যালয়ে এখনো পোষ্য কোটা বহাল রাখা হচ্ছে, যা অযৌক্তিক। অন্যদিকে, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ পূর্বের নিয়মে পোষ্য কোটার পুনর্বহাল চেয়ে আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, পোষ্য কোটার শর্তগুলো বাতিল করে আগের নিয়মে বহাল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, পোষ্য কোটায় কিছু সংস্কার আনা হয়েছে এবং এ নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি সব পক্ষকে যৌক্তিক সমাধানে পৌঁছানোর জন্য আলোচনায় আসার আহ্বান জানান।

এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটার নতুন নিয়ম ঘোষণা করে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী এই কোটা সুবিধা পাবে এবং পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০%। তবে এখন থেকে শুধুমাত্র সন্তানরা এই সুবিধা পাবে, স্বামী-স্ত্রী বা ভাই-বোনদের জন্য তা প্রযোজ্য হবে না। এছাড়া একজন কর্মচারী বা কর্মকর্তার একাধিক সন্তান থাকলেও কেবল একজনই এই সুবিধা পাবে।

এতকিছুর পরেও শিক্ষার্থীরা পোষ্য কোটার সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আর কর্মকর্তা-কর্মচারীরা আগের নিয়ম বহালের পক্ষে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।