ফ্রেশ নিউজ প্রতিবেদক :
নোয়াখালীর সদর উপজেলায় ট্রাকচাপায় একটি বাইসাইকেলে থাকা সাত বছর বয়সী দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এতে এক শিশুর বাবা আহত হয়েছেন ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকণ্ঠপুর বাজারের পশ্চিমে মাইজদী-উদয়সাধুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই স্কুলশিক্ষার্থী হলো আরাফাত হোসেন (৭) ও আছমা খাতুন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাত ভাই-বোন। দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। আহত ব্যক্তির নাম আবুল কালাম (৩৫)। তিনি বৈকণ্ঠপুর এলাকার বাসিন্দা ও নিহত আছমার বাবা।
তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয়রা জানান, সকালে আরাফাত ও আছমাকে নিজের বাইসাইকেলে করে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম। বৈকণ্ঠপুর বাজারের পশ্চিমে মাইজদী-উদয়সাধুরহাট সড়কে একটি বালুবাহী ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন আবুল কালাম।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বালুবাহী একটি ট্রাকের চাপায় বাইসাইকেলে থাকা দুই শিশু মারা গেছে। এ ছাড়া একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।