রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শ্রীলঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারছে অস্ট্রেলিয়া

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫
৭:৩০ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক :

শ্রীলঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা সফরে থাকা দলটাকেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশনে নামাবে অজিরা। স্টিভ স্মিথের ওই দল দুই ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে ৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে।

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৬ ওভারে ২১৪ রান তুলে অলআউট হয়। জবাবে ৩৩.৫ ওভারে ১৬৫ রানে আটকে গেছে অস্ট্রেলিয়া।

১৩৫ রানে ৮ উইকেট হারানোর পর টেলেন্ডার ইশান মালিঙ্কাকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন লঙ্কান অধিনায়ক। নিজে খেলেন ১২৬ বলে ১২৭ রানের অসাধারণ ইনিংস। ১৪টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। শ্রীলঙ্কা শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে। ৪ রানে প্রথম উইকেট হারায় তারা।

৩১ রানে পড়ে চতুর্থ উইকেট। পঞ্চমে উইকেট জুটিতে আশালঙ্কা ও দুনিথ ওয়েল্লালাগের ৭৭ রানের জুটি হয়। ওয়েল্লালাগে ৩৪ বলে ৩০ রান করেন। বাকি গল্পটা আশালঙ্কার। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া শূন্য রাতে প্রথম ও ৭ রানে দ্বিতীয় উইকেট হারায়। ঠিক ৩১ রানে শ্রীলঙ্কার মতো চতুর্থ উইকেট হারায় তারা।

মাঝখানে অ্যালেক্স কেরি ও অ্যারন হার্ডি ৫২ রানের জুটি গড়েন। কিন্তু তাদের কেউ আশালঙ্কা হতে পারেননি। কেরি ৩৮ বলে ৪১ রান করে ফিরে যান। হার্ডি ৩২ রানের ইনিংস খেলেন। শেন অ্যাবট ও অ্যাডাম জাম্পা ২০ রান করে যোগ করে হারের ব্যবধান ছোট করেন। শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মহেশ থিকসানা। তিনি ৪০ রানে ৪ উইকেট নেন। দুই উইকেট নেন ওয়েল্লালগে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাবট ৩টি এবং স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি ও নাথান এলিস দুটি করে উইকেট নেন।