রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আগামী নির্বাচনে ৬ হাজার কোটি টাকা লাগতে পারে :ইসি

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫
৮:২৭ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক :

আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য ব্যয় হিসেবে সরকারের কাছে প্রায় ৬ হাজার কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর মধ্যে সংসদ নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাতে ২ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চাওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বুধবার সাংবাদিকদের জানান, নির্বাচনের জন্য প্রাথমিক চাহিদা অনুযায়ী সরকারের কাছে ৫ হাজার ৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা চাওয়া হয়েছে। তবে বৈঠকের পর পরিমাণ চূড়ান্ত হবে। সবকিছু ভোটের সময়ের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

র জন্যও চাওয়া হয়েছে প্রায় সমান অর্থ। আগামী অর্থবছরে বরাদ্দ চেয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েলয়েরছে।

এ প্রসঙ্গে ইসি সচিবাসর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ২৭৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। এর মধ্যে হাজার কোটি টাকার বেশি ব্যয় নির্ধারণ হয়েছিল আইনশৃঙ্খলা খাতে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছিল ৭০০ কোটি টাকা।