শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কুড়িগ্রামে আগুনে পড়লো শিশু ,ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
১১:৫৩ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ প্রতিবেদক :

কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পুড়ে আইরিন খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইরিন উপজেলার নাজিমখাঁন ডাংঘাট এলাকার আল আমিন-শিউলি দম্পতির মেয়ে। শিশুটিকে তার নানা আব্দুল হান্নানের বাড়িতে রেখে ওই দম্পতি ঢাকায় চাকরি করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাতে শিশু আইরিনকে ঘরে রেখে আব্দুল হান্নানের বাড়ির লোকজন ওয়াজ শুনতে যান। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই একটি ঘরের চারটি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আইরিন আক্তার ঘুমন্ত অবস্থায় মারা যায়।

রাজরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবু তাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে তালাবদ্ধ থাকা অবস্থায় আইরিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।