রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২১, ২০২৫
২:৩৫ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক :

ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে বড় কোন ক্ষতির মুখে পড়েনি।

ভারতের সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সৌরভ। দুর্ঘটনার সঙ্গে তিনটি গাড়ি সম্পৃক্ত। তবে কেউ আহত হননি। কেবল সৌরভের রেঞ্জ রোভারে পেছন থেকে ধাক্কা দেওয়ায় তার গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌরভ গাঙ্গুলি বর্ধমানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যাচ্ছিলেন। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা ছিল তার। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সৌরভের গাড়ি পেছন থেকে একটি লরি অতিক্রম করার চেষ্টা করে। এ সময় সৌরভের গাড়ির ড্রাইভার ব্রেক ধরতে বাধ্য হলে পেছনের গাড়ি তাদের ধাক্কা দেয়।