ফ্রেশ নিউজ :
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলদস্যুদের হাতে আর যাতে কোনো জেলে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার মনপুরা উপজেলার কলাতলিতে জেলে নিবন্ধন হালনাগাত সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বচ্ছ জেলে নিবন্ধন ও বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা মৎস্য উপদেষ্টা আরও বলেন, “প্রকৃত জেলেদের তথ্য নিয়ে স্বচ্ছভাবে নিবন্ধন করা হবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করবে না।
তিনি জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের বরাদ্দকৃত ২৫ কেজি চাল ৪০ কেজি এবং ৪০ কেজি চাল ৫০ কেজিতে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া চালের সঙ্গে ডাল ও তেল দেওয়ার জেলেদের দাবিকেও ন্যায়সঙ্গত উল্লেখ করে তিনি বলেন, আমরা সেই দাবি পূরণের চেষ্টা করবো।” জলদস্যু দমনে কঠোর ব্যবস্থা এদিকে, নৌ পরিবহন ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন,”জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ও দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।