শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কক্সবাজারে সংঘর্ষ ,নিহত ১

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৫
৩:০৭ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

কক্সবাজারের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন।

কক্সবাজারের সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সবুক্তাগিন মাহমুদ সোহেল একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, তার শরীরে থেতলে যাওয়া আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ বোঝা যাবে।

আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ। নিহতের পিতা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার ছেলে বিমান বাহিনীরগুলিতে মারা গেছেন। তবে গুলি বা হতাহতের বিষয়ে বিমান বাহিনী বা আইএসপিআরের পক্ষ থেকে কোন বক্তব্য দেয়া হয়নি।