শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৫
৮:৫০ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে।

সোমবার ‘ধর্ষণ ও নিপীড়ণের বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে এক দল শিক্ষার্থী-তরুণ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রার কর্মসূচি শুরু করেন। বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা পদযাত্রা করে সচিবালয় থেকে অল্প দূরত্বে শিক্ষা ভবনের সামনে পৌঁছুলে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেন। তবে পুলিশের বাধার মুখে সচিবালয়ের দিকে এগোতে পারেননি তারা। শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। সেখানেই সমাবেশ করেন।