ফ্রেশ নিউজ :
রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দায়িত্বে অবহেলার অভিযোগে গুলশান থানার একজন সাব-ইন্সপেক্টর (এসআই) ও একজন কনস্টেবলকে বরখাস্ত করার ঘোষণা দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় প্রশাসন রোববার ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, “ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে শিথিলতা দেখা যায়, যা সন্ত্রাসী ও অপরাধীদের জন্য সুযোগ তৈরি করে।
এ কারণে বাহিনীকে প্রতিটি মুহূর্তে সজাগ ও সতর্ক থাকতে হবে, যেন সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন,ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট সক্রিয় রাখা হয়েছে এবং যৌথবাহিনীর অপারেশন সফলভাবে পরিচালিত হচ্ছে। পরিদর্শনকালে তিনি পুলিশের কার্যক্রম পর্যালোচনা করেন এবং শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।