শুক্রবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৫
১৫ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ শুক্রবার, প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৭, ২০২৫
৯:২৮ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নেতৃত্বে গঠিত একটি নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি – এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নেতৃত্বে তরুণরা দলের শীর্ষ পদগুলো ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। আহ্বায়ক – নাহিদ ইসলাম , সদস্য সচিব – আখতার হোসেন ,প্রধান সমন্বয়ক – নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক – সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক – হাসনাত আব্দুল্লাহ ,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক – সারজিস আলম ,যুগ্ম সমন্বয়ক – আব্দুল হান্নান মাসউদ ,দপ্তর সম্পাদক – সালেহ উদ্দিন সিফাত।

নতুন দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।

এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে আব্দুল হান্নান মাসউদ লেখেন, “২৪ পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিলাম, আর দোয়া নিলাম।