শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাখাইন থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ, আতঙ্কে কক্সবাজারের বাসিন্দারা

Fresh News রিপোর্ট
মার্চ ১, ২০২৫
৮:৫৫ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

প্রায় দুই মাস পর মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে কক্সবাজার টেকনাফ সীমান্তে আবারও মুহুর্মুহু গোলার বিকট শব্দ শোনা যাচ্ছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সাবরাং সীমান্তসহ পৌরসভার বিভিন্ন এলাকায় রাখাইন থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

গোলার শব্দে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ছেন। এদিকে দীর্ঘদিন বন্ধের পর মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর (জান্তা সরকার) মধ্য তুমুল সংঘর্ষ ফের শুরু হয়েছে বলে জানা গেছে।

তার আগে দীর্ঘ ১১ মাসের লড়াই-সংঘাতের পর ২০২৪ সালের ৭ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের ২৭০ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

শাহপরীর দ্বীপ বড় মাদ্রাসার শিক্ষক মো. জসিম বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ হঠাৎ মর্টারশেলের  বিকট শব্দের আওয়াজে ঘুম ভেঙে গেছে, আমরা আতঙ্কে আছি। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দ এ পারেও শোনা যাচ্ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে এ বিষয়ে সীমান্তে দায়িত্বে থাকা টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।