রবিবার
২রা মার্চ, ২০২৫
১৭ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা

Fresh News রিপোর্ট
মার্চ ১, ২০২৫
৬:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হবে মাহে রমজান। শনিবার (১ মার্চ) দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়।

ধর্মপ্রাণ মুসল্লিরা আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ আদায় করবেন এবং ভোরে সেহরি খাবেন। এর মাধ্যমে শুরু হবে তাদের মাসব্যাপী সিয়াম সাধনা।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার (১ মার্চ) সেখানে রোজা শুরু হয়েছে। বাংলাদেশের কিছু অঞ্চলেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার থেকেই রোজা পালনের খবর পাওয়া গেছে।