সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৩ই মার্চ) রাজশাহী শিক্ষাবোর্ড এর চেয়ারম্যানের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মোঃ জিয়াউল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ উদ্দিন, অভিভাবক সদস্য মোঃ আব্দুল খালেক, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও পদাধিকার বলে প্রধান শিক্ষক সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
১৯৬১ সালের সেকশন ৬৪ এ প্রদত্ত ক্ষমতা বলে সরকারের পূর্বানুমদনক্রমে এবং ৬৪ বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ২০২৫ সালের ২রা মার্চ থেকে ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এই আদেশে সংশ্লিষ্ট সকলকে কমিটির কার্যক্রম যথাযথভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।