রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

Fresh News রিপোর্ট
মার্চ ৩, ২০২৫
৯:৩১ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আদিবাসী এক নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে অভিযোগের পরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস ও একই গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আলা উদ্দিন।

জানাযায়, কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রামের এক আদিবাসী নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ এলাকার একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সোমবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার ও ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ভুক্তভোগী নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।