রাজধানীর কামরাঙ্গীরচর থানার ব্যাটারিঘাট এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারাই (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসান (২৫) নামে আরও একজন শ্রমিক আহত হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারাইকে মৃত ঘোষণা করেন।
তার সহকর্মী সজল জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত তারাই ও হাসান বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তারাইকে মৃত ঘোষণা করেন, আর হাসানকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত শ্রমিকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে।