রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ময়লার ভাগাড়ে থেকে হাত-পা বাঁধা পোড়া মরদেহ উদ্ধার

Fresh News রিপোর্ট
মার্চ ৯, ২০২৫
৯:৫২ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ময়লার ভাগাড় থেকে গলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় শ্রীপুর থানা পুলিশ পরিচয়হীন মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, এক পথচারী ময়লার ভাগাড়ে কলা গাছের গোঁড়ায় কিছু একটা পড়ে আছে দেখতে পান। এগিয়ে গিয়ে দেখেন পচে যাওয়া ও আংশিক পোড়া মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

শ্রীপুর থানার এসআই সুজন কুমার পণ্ডিত জানান, লাশটির পরিচয় পাওয়া যায়নি। লাশটি কোনো নারী নাকি পুরুষের তা বোঝা যাচ্ছে না। তবে মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে, সেটি পুরুষের।