ফ্রেশ নিউজ :
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুজন নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান , তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া জানা যায়নি। তাঁরা কোথায় যাচ্ছিলেন এর বিস্তারিতও জানা যায়নি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।