মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চট্টগ্রামে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ

Fresh News রিপোর্ট
মার্চ ১৭, ২০২৫
১২:৫৯ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. মনজুর আহমেদ মঞ্জু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া ধর্ষণে সহযোগিতার করার অভিযোগে মঞ্জুর বন্ধু মো. সাইফুলকেও গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রোববার দুপুর ৩টার দিকে ভুক্তভোগী নারীকে পতেঙ্গা থানার হাদীপাড়া শাওনের ভাড়াঘর নিচতলায় ডেকে নিয়ে যায় সাইফুল। রুমে নিয়ে মো. সাইফুল তার বন্ধু মো. মনজুর আহমদের সঙ্গে ভিকটিম নারীকে পরিচয় করিয়া দেয়। পরে সাইফুল ভিকটিমকে রুমে বসার জন্য বলে নিজে বাসার বাইরে চলে যায়। এই সুযোগে মো. মনজুর আহমেদ নারীকে ধর্ষণ করেন।