শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরা হলো না স্বামীর , সড়ক ‍দুর্ঘটনায় মৃত্যু

Fresh News রিপোর্ট
মার্চ ১৯, ২০২৫
১১:০৩ পূর্বাহ্ণ
প্রতিকী ছবি

ফ্রেশ নিউজ  :

স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছিলেন। আর সেই খবর পেয়েই কাজ থেকে দ্রুত বাইকে করে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। কিন্তু তারও জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ওই ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মীরগঞ্জে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধধ্যম এনডিটিভি।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, মীরগঞ্জ এলাকায় স্ত্রীর মৃত্যুর খবর শুনে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। সঞ্জয় (২৮) নামে ওই ব্যক্তি তার ছোট ভাই রিঙ্কুর (২২) সাথে মোটরসাইকেলে যাচ্ছিলেন। তবে সোমবার গভীর রাতে ২৪ নম্বর জাতীয় সড়কে একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়।

পুলিশ সুপার (উত্তর) মুকেশ চন্দ্র মিশ্র জানান, বাহরাইচের কাইজারগঞ্জ থানা এলাকার রামুয়াপুর রঘুবীর গ্রামের বাসিন্দা সঞ্জয় পাঞ্জাবে শ্রমিকের কাজ করতেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে তার ছোট ভাইয়ের সাথে বাড়ির পথে রওনা হন। দুর্ভাগ্যবশত, বরেলিতে তারা মারাত্মক দুর্ঘটনার শিকার হন।