ফ্রেশ নিউজঃ
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে জাবেদ নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১০-১২ জন। বুধবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বুধবার দুপুরে বারইয়ারহাট পৌর বাজারে এ সংঘর্ষ ঘটে। মীরসরাই উপজেলা, পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর এগুলো বাতিলের দাবিতে দলের বিভিন্ন গ্রুপের মধ্যে কোন্দল চলছিল। এ নিয়ে সংঘর্ষের আশঙ্কায় মিরসরাইয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে একটি গ্রুপের কয়েক হাজার নেতাকর্মী ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। তারা উপজেলা পরিষদ চত্বর ছেড়ে চলে গেলে সেনাবাহিনীর সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন। পরে বাইয়ারহাট পৌর বাজারের কাছে অন্য গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলে জানতে পেরেছি।