শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Fresh News রিপোর্ট
মার্চ ২৯, ২০২৫
১১:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ কামারখন্দ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) কামারখন্দ উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব মুহূর্তে প্রেসক্লাবের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু নেক হায়াত কামনা এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান।

কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজ্জাক রাজের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বদিউজ্জামান ফেরদৌস, বাংলাদেশ জামায়াত ইসলামী’র কামারখন্দ উপজেলা আমির মওলানা ইউসুফ আলী, নায়েবে আমির আতাউর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ড. এম এ সবুর।

এসময় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম সহ কামারখন্দ প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ।