ফ্রেশ নিউজ :
ভারতের ঝাড়খণ্ডে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ফারাক্কা থেকে লালমাটিয়াগামী একটি পণ্যবাহী ট্রেন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দাঁড়িয়ে থাকা আরেকটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেয়।
এতে ট্রেন দুটির ইঞ্জিন ভেঙে টুকরো টুকরো হবার পর আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় দুই ট্রেনের চালকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত চার রেলকর্মীকে চিকিৎসার জন্য নিকটবর্তী কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
দেশটির রেলের কর্মকর্তারা জানান, এ দুর্ঘটনার সঙ্গে ভারতীয় রেলের কোনো সম্পর্ক নেই। ঝাড়খণ্ডের কাহালগাঁও এবং ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সংযোগকারী ওই ট্র্যাক এনটিপিসি-র মালিকানাধীন এবং পরিচালিত। ট্র্যাকটি এনটিপিসি লালমাটিয়া এমজিআর নামে পরিচিত। এটি পরিচালনায় ভারতীয় রেলওয়ের সঙ্গে সম্পর্ক নেই। তবে এ দুর্ঘটনার উদ্ধার কাজে এনটিপিসি মালদা বিভাগের কাছে সাহায্য চাওয়া হয়েছে। পূর্ব রেলওয়ের মালদা বিভাগ থেকে ১৪০ টন ক্রেন চেয়েছে এবং সাহেবগঞ্জ থেকে এটির ব্যবস্থা করা হয়েছে।