শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Fresh News রিপোর্ট
এপ্রিল ৭, ২০২৫
২:৪৮ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আসমা সিদ্দিকা সাফা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার প্রবাসফেরত পিতা দেশে ফিরলে শিশুটিকে দাফন করা হবে বলে জানান স্বজনরা।

উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খণ্ডালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার সৌদিয়া প্রবাসী মো. হাসান আলীর কন্যা।

নিহত শিশুর স্বজন এম এ জব্বার সিকদার জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সে। একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর পাশের পুকুরে শিশুটির মরদেহ দেখতে পাওয়া যায়।

দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইউসুফ জানান, শিশুটির বাবা বাড়ি ফিরলে সোমবার বিকেলের দাফন করা হবে।