রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এনসিপির কমিটি গঠন

Fresh News রিপোর্ট
এপ্রিল ২৮, ২০২৫
১১:৪৪ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

দলীয় গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ কমিটি অনুমোদন দিয়েছেন।

রবিবার রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিনকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, খালেদ সাইফুল্লাহ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সাইফুল্লাহ হায়দার, অ্যাডভোকেট হুমায়রা নূর।

এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।