সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

তিন বছরে একদিনে সর্বোচ্চ করোনা মৃত্যু, আক্রান্তের সংখ্যাও বাড়ছে

Fresh News রিপোর্ট
জুন ২৩, ২০২৫
৯:৪৪ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে, যা গত তিন বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে ২০২২ সালের ১৮ অক্টোবর করোনায় ছয়জন মারা গিয়েছিল। মৃতদের মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে ৬২১টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৬ জনে পৌঁছেছে।

গত একদিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। অধিদপ্তরের তথ্যমতে, তাদের মধ্যে চারজনের বয়স ছিল ৪০ বছরের ওপরে। চলতি বছর ভাইরাসে মৃত ১৬ জনের মধ্যে সাতজন পুরুষ এবং নয়জন নারী।

মহামারির শুরু থেকে দেশে করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ। শনিবারও ২১১টি নমুনা পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল দুইজনের।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন। সাম্প্রতিক এই ঊর্ধ্বগতি জনমনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।