রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ

Fresh News রিপোর্ট
আগস্ট ৩, ২০২৫
৬:২৭ অপরাহ্ণ

জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হওয়া এই সমাবেশে রাজধানী ও বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা যোগ দেন।

রবিউল আউয়াল বলেন, তার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আজকের সমাবেশের আয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আর কোনো পরিবার যেন প্রিয়জন হারানোর বেদনায় না ভোগে এবং বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।

সমাবেশস্থলে স্থাপিত বড় আকারের স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিওচিত্র। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে ২৪ দফা সম্বলিত একটি ইশতেহার ঘোষণা করা হবে, যাতে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাসনীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোসহ নানা বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

নেতাকর্মীদের মতে, এ সমাবেশ কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের এক অঙ্গীকার।