তরুণ ভোটারদের উদ্দেশে ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’ – এই স্লোগান তুলে ভোট চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর শাহবাগে জাতীয় ছাত্র সমাবেশে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন, যাদের ভোটের অধিকার পূর্বে কেড়ে নেওয়া হয়েছিল। এবার সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবার সমর্থন প্রয়োজন।
ছাত্রদল ও সারা দেশের তরুণদের উদ্দেশে তারেক রহমান আহ্বান জানান, এই স্লোগান ছড়িয়ে দিতে—‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’। তার বক্তব্যের সঙ্গে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও একসঙ্গে স্লোগান দেন।
তিনি তরুণদের উদ্দেশে আরও বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে এবং নিজেদের যোগ্য করে তুলতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে হবে, এটাই হোক আজকের প্রতিজ্ঞা।