বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অভিযোগ করেন, দেশে বিভক্তি সৃষ্টির চেষ্টা চলছে।
রোববার শাহবাগে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে থেকে বাংলাদেশে গোলযোগ সৃষ্টি ও হামলার হুমকি দিচ্ছেন। এই পরিস্থিতিতে সমাবেশ থেকে শপথ নিতে হবে যে, তাকে আর কখনও দেশে রাজনীতি করতে দেওয়া হবে না এবং দেশকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলা হবে তারেক রহমানের নেতৃত্বে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তারেক রহমান দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন। নতুন সূর্যোদয় বাংলাদেশের পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। তবে আজকের দিন আনন্দের হলেও কষ্টেরও দিন, কারণ এক বছর আগে অনেক ছাত্র শহীদ হয়েছেন, যারা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জীবন দিয়েছেন।
ফখরুল জানান, জুলাই আন্দোলনে রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ শত শত ছাত্র প্রাণ দিয়েছেন। গত ১৫ বছরেও বহু প্রাণহানি ঘটেছে। ছাত্ররা সুশাসন, স্বাধীনতা ও কর্মসংস্থানের জন্য জীবন উৎসর্গ করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র নেতারাও এতে বক্তব্য রাখেন।