সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার

Fresh News রিপোর্ট
জুন ২৩, ২০২৫
৯:৫০ পূর্বাহ্ণ

স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই বিপ্লব একটি নতুন সভ্যতা গড়ার সুযোগ সৃষ্টি করেছে এবং এই সুযোগকে কাজে লাগানো জরুরি।

রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি বিচার বিভাগ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, যেন তারা এই পরিবর্তনের সুযোগকে যথাযথভাবে গ্রহণ করে ন্যায়বিচার নিশ্চিত করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বিচার বিভাগের স্বাধীনতা, দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মত প্রকাশ করেন এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।