মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠে সরকারের পরিকল্পনা: উপদেষ্টা আসিফ

Fresh News রিপোর্ট
জুলাই ১২, ২০২৫
৯:২৬ পূর্বাহ্ণ

রাজনৈতিক দলগুলোর সম্মতিতে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মতামত সংগ্রহ করা হয়েছে। তারা তাদের প্রস্তাবনা অনুযায়ী খসড়া কপি সরকারের কাছে জমা দিয়েছে। সেই ধারাবাহিকতায় এখন আবারও কার্যক্রম চলছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সরকার পরিকল্পনা করছে ৫ আগস্ট ঘোষণাপত্র প্রকাশের, তবে তার জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য। সব পক্ষ একমত হলে নির্ধারিত সময়েই ঘোষণাপত্র পাঠ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ, সাবেক সভাপতি মো. ইসমাইল এবং কাজী নাজমুস সাদাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।