মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

‘জুলাই ঘোষণাপত্র’ গণঅভ্যুত্থানেরই অর্জন: জোনায়েদ সাকি

Fresh News রিপোর্ট
আগস্ট ৫, ২০২৫
৮:৩৪ অপরাহ্ণ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানেরই অর্জন, এবং এই আকাঙ্ক্ষাকে তারা পূর্ণভাবে ধারণ করেন।

৫ আগস্ট মঙ্গলবার ঘোষণাপত্র প্রকাশের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই অর্জন একদিনে আসেনি, বরং এটি মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের মানুষের শত শত বছরের সংগ্রামের ধারাবাহিকতায় সম্ভব হয়েছে। জনগণের দীর্ঘদিনের স্বপ্ন ও আত্মত্যাগেই এই স্বীকৃতি বাস্তব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে তিনি সতর্ক করে বলেন, যদি এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হয়, তবে পুরনো শাসনব্যবস্থা আবারও ফিরে এসে জনগণকে অধিকারহীন করে ফেলবে। তাই তিনি জনগণের প্রতি আহ্বান জানান, সবাই যেন একত্র হয়ে জুলাইয়ের শহীদদের মর্যাদা, গণহত্যার বিচার এবং একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থার রক্ষায় সচেতন পাহারাদার হয়ে থাকেন।

জোনায়েদ সাকি বলেন, ইতিহাস সবসময় সংগঠিত মানুষের দ্বারাই নির্মিত হয়। তারা যদি জাগ্রত থাকে, তবে কোনো ফ্যাসিবাদ কখনও আর ফিরতে পারবে না। ন্যায়বিচার, রাজনৈতিক সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নির্মিত হবে বলে তিনি বিশ্বাস করেন।